এখন আমাদের বাসার অবস্থা খুব ভালো। আমি নিষাদ ভাইয়ার সঙ্গে খেলা করি। বাবা-মা যখন বাসায় থাকেন তখন খালা ‘রাজার কুমার’ ‘রাজার কুমার’ বলে অনেক আদর করে।
বাবা-মা যখন বাসায় থাকে না তখন খালা আমাকে আদর না করলেও আগের মতো ভেজা ডায়াপারে ফেলে রাখে না। কারণ আমি খালা আমাকে দেখতে না পায় এমন অবস্থায় বলি, এই বড়ি। রাজার কুমারের ডায়াপার বদলে দে।
খালা বলে, অবশ্যই অবশ্যই। এখনই বদলাইতেছি।
দেখলেন আমার কত বুদ্ধি?
রাজার কুমারদের অনেক বুদ্ধি থাকতে হয়।