নামেই যার পরিচয়। বিশ্বব্যাপী তুমুল আলোচিত এক বিপ্লবী কাফেলা। দখলদার জায়োনবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে প্রতিরোধ আন্দোলন। আজকের দুনিয়া প্রতাপশালী সন্ত্রাসীগোষ্ঠি ইসরাইলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে তারা। কঠোর পরিশ্রম, মানবসেবা, ঈমানদারি, অনড় মনোবল, লড়াকু মনোভাব আর সর্বোপরি আরশের মালিকের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস তাদের পরিণত করেছে এক অপ্রতিরোধ্য শক্তিতে।
সারা পৃথিবীর মুসলমানদের আগ্রহের কেন্দ্রবিন্দু হামাস। তাদের নেতৃত্বেই আল-কুদস মুক্ত করার স্বপ্ন দেখছে মজলুম মুসলিম উম্মাহ। বিষ্ময় জাগানিয়া হামাসকে বাংলাভাষায় জানতে আপনাকে স্বাগতম।