মুসলিম জাতিকে দুর্বলকরণের পেছনে অনেক কারণ রয়েছে। বিভিন্ন প্রকারের সামষ্টিক রূপ নিয়ে সেগুলোর একটি হচ্ছে সাম্প্রদায়িকতা। আমি মুসলিমদের দীর্ঘমেয়াদি দুর্ভোগ পোহানো এই রোগ নিয়ে আলোচনা উপস্থাপন করব; যার যন্ত্রনা আজ পর্যন্ত তারা সয়ে করে যাচ্ছে, বরং আজের যন্ত্রণা অতীত-ইতিহাসের সমস্ত দুর্ভোগকে হার মানিয়েছে। রোগ নির্ণয়ের পাশাপাশি তার মুক্তির পথ নিয়েও আমি এখানে আলোচনা করব।
আয়োজিত সভার বিষয়বস্তু ও শিরোনাম ছিল “মুসলিম জাতি: দুর্বলতার কারণ এবং উঠে দাঁড়ানোর পন্থা”। অর্থাৎ বিষয়টিকে তিনটি কেন্দ্রে বিভক্ত করা হয়েছিল,
* এক: মুসলিম জাতির বর্তমান অবস্থা।
* দুই: দুর্বলতার কারণসমুহ।
* তিন: প্রতিকারের ব্যবস্থাপত্র।
প্রস্তাবপত্রে আমার আলোচনার শিরোনাম ছিল ‘আঞ্চলিক সাম্প্রদায়িকতা’, যা দ্বিতীয় শ্রেণীভূক্ত। আমি ভেবে দেখলাম, সাম্প্রদায়িকতাকে একটি প্রকারে সীমাবদ্ধ করে দেওয়া ঠিক নয়। মুসলিম জাতিকে দুর্বলকরণে বিভিন্ন আকার-প্রকার নিয়ে সাম্প্রদায়িকতার অস্তিত্ব ছিল এবং মারাত্মক ব্যধিরূপে তা আজও বিদ্যমান রয়েছে। তাই আমি আমার আলোচনাকে নির্দিষ্ট একটি প্রকারে সীমাবদ্ধ না করে উম্মতে মুসলিমাকে দুর্বলকরণে সাম্প্রদায়িকতার প্রভাবকে সামনে রেখে তার সমস্ত প্রকার নিয়ে ব্যাপক আলোচনা করাকে প্রাধান্য দিলাম।
খালেস নিয়ত থাকলে আমার এই আমল আসমান-জমিদের রবের নিকট উত্তম আমলগুলোর মধ্যে গণ্য হবে। কারণ যে কিনা মুসলিমদের বিষয়কে গুরুত্বের সাথে নেয় না, সে তো তাদের অন্তর্ভূক্ত হতে পারে না। স্বজাতির মসিবত যাকে ব্যথিত করে না আর তাদের খুশিতে যে আনন্দিত হয় না, সে কী করে তাদের অন্তর্ভূক্ত হতে পারে?
মুসলিমরা হচ্ছে একক সমাজের প্রতিচ্ছবি, পারস্পরিক বন্ধনের উপমা এবং একে অপরের প্রতি দয়াদ্র। স্বজাতীয় মুমিন ভাইদের প্রতি তারা মায়া-ভালোবাসার আকাশ আর তাদের কঠোরতা, শক্তি ও দাপটের উদগিরণ ঘটে তাদের দুশমনের বিরুদ্ধে। কুরআনে এসেছে,
وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاء عَلَى الْكُفَّارِ رُحَمَاء بَيْنَهُمْ۞
“তারা কাফেরদের প্রতি কঠোর, নিজেদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল।”
পৃথিবীর যে প্রান্তেরই হোক, মুসলিমদের কোনও দুঃসংবাদ যখন পূর্ববর্তী সৎ লোকদের কর্ণগোচর হতো, তখন তাদের ক্ষুৎপিপাসা মরে যেত আর তারা দুশ্চিন্তার অতলে তলিয়ে যেতেন; যেই সহানুভূতিশীলদের অস্তিত্ব আজও বিদ্যমান রয়েছে। খলিফায়ে রাশেদ হযরত উমর -রাদিয়াল্লাহু আনহু- আরোহীদের জন্য পথ তৈরী করতে না পারার কারণে ইরাকের পথে কোনও খচ্চরের হোঁচট খাওয়ার জন্যেও আল্লাহর নিকট হিসাবদানের ব্যাপারে ভয় করতেন।
বক্তৃতা: মুসলিম জাতির দুর্বলতায় সাম্প্রদায়িকতার প্রভাব।