বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ আলেম শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী দামাত বারাকাতুহুম। তিনি বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিভিন্ন ইসলামী সেমিনার, সভা ও মাহফিলে যোগদানের উদ্দেশ্যে প্রায় অর্ধশতাধিক দেশের অসংখ্য শহরে উপস্থিত হয়ে পথহারা মানুষকে দিয়েছেন পথের দিশা। এই নব্য জাহেলী যুগ-সৃষ্ট অনেক জটিল সমস্যার ইসলামী সমাধান পেশ করে মানবতাকে সিরাতে মুস্তাকীমের রাহনুমায়ী করেছেন।
এ প্রসঙ্গে তিনি নিজেই লিখেছেন—
“বিগত প্রায় বিশ বছর যাবৎ আমি ঠিকানাবিহীন পত্রের ন্যায় সফর করে চলেছি। এ সকল সফরে অসংখ্য দেশ ও শহরের মাটি পায়ে লাগিয়েছি। তন্মধ্যে যে সকল সফরে উল্লেখযোগ্য জ্ঞানার্জন হয়েছে অথবা এ সুবাদে ইসলামী ইতিহাসের হারানো কোনো অধ্যায় উল্টিয়ে দেখার সুযোগ হয়েছে, তার বিবরণ ‘সফরনামা’ রূপে লিপিবদ্ধ করেছি। যার প্রথম খ- বিশটি দেশের সফরনামা ‘জাহানে দীদাহ্’ নামে প্রকাশিত হয়েছে এবং আমার ধারণাতীত পাঠকপ্রিয়তা লাভ করেছে। এরপরও আমার সফরের ধারা অব্যাহত রয়েছে এবং এখনো সফরেই আছি। সফরনামার প্রথম খ- ‘জাহানে দীদাহ্’ প্রকাশিত হওয়ার পরও আমার অনেক দেশ সফর করা হয়েছে সেগুলোর বিবরণও লিপিবদ্ধ করেছি এবং তা ‘দুন্ইয়া মেরে আগে’ নামে প্রকাশিত হয়েছে। এ সফরনামার তৃতীয় খ- ‘সফর দর সফর’ নামে প্রকাশিত হয়েছে।
দুআ করি আল্লাহ পাক এই কিতাবকে পাঠকদের জন্য উপকারী বানান। আমীন।”
আমরা পূর্বে এ সকল সফরনামা অনুবাদ করে সাত খ-ে প্রকাশ করেছিলাম। বর্তমানে সে সকল খ- ব্যাপক পরিমার্জন ও দীর্ঘ সম্পাদনার পর দুই দুই খ- একত্রে প্রকাশ করা হচ্ছে। ফলে পূর্ব প্রকাশিত প্রথম খ- (ফুরাত নদীর তীরে) ও দ্বিতীয় খ- (উহুদ থেকে কাসিয়ুন) একত্রে “আমার দেখা পৃথিবী-১” নামে দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব (১ম সফর), ইরাক, মিসর, আলজিরিয়া, সৌদি আরব (২য় সফর), জর্দান ও সিরিয়া মোট আটটি দেশের সফর বৃত্তান্ত নিয়ে প্রকাশিত হচ্ছে।