যা বলা প্রয়োজন
নিবেদন করছি সেই মহামনিবের শাহী দরবারে যিনি আমাকে মুসলমান ও উম্মতে মুহাম্মাদির মতো শ্রেষ্ঠ উম্মতের কাতারে শামিল করেছেন। সাথে সাথে পরম শ্রদ্ধা ও ভালোবাসা মিশ্রিত অসংখ্য দুরূদ আর সালাম পেশ করছি বিশ্বমানবতার সর্বশ্রেষ্ঠ বন্ধু, বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহানায়ক, বিশ্বনবি, বিশ্বনেতা, নবিকুল শিরমণি, আমাদের প্রাণাধিক প্রিয়নবি হযরত মুহাম্মাদ সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর উপর এবং তার সকল সাহাবায়ে কিরাম ও আহলে বাইত (রা.)-এর উপর ।
সুবিশাল নভোমগুল ও ভূমগুল মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুকৌশলে নির্মিত। নভোমণ্লকে আবার চন্দর-সূর্য, গ্রহ-নক্ষত্র দ্বারা সুশোভিত করা হয়েছে, যা সত্যিই নয়নাভিরাম | বিস্ময়ে হতবাক হতে হয় নভোমণ্ডল পরিক্রমায় | যেথায় গ্রহগুলো মহাশূন্যে ভাসমান অবস্থায় পরস্পর একটি অপরটি থেকে বহুদূরে অবস্থান করে নিজস্ব কক্ষপথে নিয়মিত সম্তরণ করছে অথচ তাদের মধ্যে পারস্পরিক কোনো বন্ধন নেই, যা তাদের পরস্পরকে টেনে রাখবে । মহাকাশ গবেষকদের তথ্যমতে গ্রহগুলোর মধ্যে পারস্পরিক কোনো বন্ধন চোখে না পড়লেও তাদের মধ্যে রয়েছে পারস্পরিক আকর্ষণ, যা তাদের একে অপরকে ভারসাম্য টান বজায় রেখে নিজন্ব পরিমণ্ডলে নিয়মিত সম্ভরণে রত । এর সামান্যতম ব্যত্যয় মুহূর্তেই ধবংস হবে মহাবিশ্ব । যা দর্শনে বিস্ময়াভিভূত হৃদয় তাড়িত হয়ে মুখে মহান আল্লাহর পবিভ্রতা ঘোষিত হয় ।
এবার আসুন ভূমণ্ডলে যেখানে শত শত কোটি মানুষের পদচারণা | কম বেশি ব্যবধান বজায় রেখে মানুষ নিজ নিজ দায়িত্ব পালনে রত | এ কথা সর্বজন বিদিত যে, মানুষ পরস্পর নির্ভরশীল | এ নির্ভরশীলতার দর্শনীয় কোনো বন্ধন নেই ।