মুহাম্মদ যাইনুল আবিদীন…
আত্মপ্রত্যয়ী নন্দিত একজন গদ্যশিল্পী। নিরন্তর লেখালেখি তার। লিখেছেন সবশ্রেণির পাঠকের জন্যে। ইসলামি সাহিত্যে স্বতন্ত্র ধারার রূপকার তিনি। মনের মাধুরী মিশিয়ে লিখেন। রস গল্প উপমা উপদেশ আর যুক্তি তথ্যের অপূর্ব সম্মিলন ঘটে তার রচনায়। এক আশ্চর্য অনুভবস্পর্শী টানে। তিনি পাঠককে জুড়ে দেন চেতনার শেকড়ে। দূর লক্ষপানে তার স্বপ্নময় অভিযাত্রা। হাতে আলোর মশাল।
সাদামাটা জীবন তার উজ্জ্বল। অমায়িক। পাঠক মহলে শক্তিমান লেখক হিসাবে পরিচিত হলেও তার আশ্চর্য শক্তি ধরা পড়ে শিক্ষকতায়। কথার বলার ভঙ্গি অসাধারণ। পাঠদান পদ্ধতি সুকুমার। উপস্থাপনা প্রঞ্জল। ঋজু। অতি জটিল বিষয়ও তার বক্তব্যে যেনো বহতা নদীর গতি পায়। ছাত্র গড়ার সংশপ্তক কারিগর তিনি। প্রতিভা প্রজ্জ্বলনে তার আগ্রহ দক্ষতা উপমেয়। মন ও মননে তিনি উদার ঐকান্তিক। আপন জগতে নিবিষ্ট।
পাঠমু খীসাধাক।
তাওহীদুল ইসলাম তায়্যিব