কেউ হয়তো বলতে পারেন, আমি তাওবা করতে চাই কিন্তু কে আমাকে নিশ্চয়তা দেবে যে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন? আমি সঠিক পথে চলতে চাই কিন্তু আমার মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে, যদি আমি নিশ্চিতভাবে জানতে পারতাম যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন তাহলে আমি তাওবা করতাম?
আমি তাকে বলবো আপনার ভিতরে যে অনুভূতি সৃষ্টি হয়েছে সে অনুভূতি ইতিপূর্বে রাসূলের সাহাবাদের মধ্যে সৃষ্টি হয়েছিল। আপনি যদি মনোযোগ সহকারে নিম্মোক্ত দুটি রেওয়ায়েত পড়েন তাহলে আপনার মনের প্রশ্ন আশা করি দূর হয়ে যাবে।
رَوىَ الْاِمَامُ مُسْلِمُ رَحِمَهُ اللهُ قَصَّةَ اِسْلَامِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِىَ اللهُ عَنْهُ وَفِيْهَا: فَلَمَّا جَعَلَ اللهُ الإِسْلاَمَ فِى قَلْبِى أَتَيْتُ النَّبِىَّ -صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ- فَقُلْتُ ابْسُطْ يَمِينَكَ فَلْأُبَايِعْكَ. فَبَسَطَ يَمِينَهُ – قَالَ – فَقَبَضْتُ يَدِى. قَالَ مَا لَكَ يَا عَمْرُو . قَالَ قُلْتُ أَرَدْتُ أَنْ أَشْتَرِطَ. قَالَ تَشْتَرِطُ بِمَاذَا. قُلْتُ أَنْ يُغْفَرَ لِى. قَالَ أَمَا عَلِمْتَ أَنَّ الإِسْلاَمَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلَهَا وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ؟.
প্রথমত. ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি আম্র ইবনে আ’স রাযিআল্লাহু তা’আলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করেন। তাতে উল্লেখ করা হয়েছে, তিনি বলেন- মহান আল্লাহ যখন আমার অন্তরে ইসলামকে পছন্দনীয় করে দিলেন, তখন আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট গিয়ে বললাম, আপনি আপনার হাত বাড়ান আমি বাইয়াত হবো। তখন তিনি হাত বাড়ালে আমি হাত গুটিয়ে নিই। তিনি বলেন, হে আম্র তোমার কি হলো? আমি বললাম, আমি শর্ত করতে চাই। তিনি বলেন, কিসের শর্ত? বললাম, আমাকে যেন ক্ষমা করে দেয়া হয়। তিনি বললেন, হে আম্র! তুমি কি জাননা যে, ইসলাম পূর্বের সবকিছু ধ্বংস করে দেয় এবং হিজরত পূর্বের সমস্ত গুণাহ ধ্বংস করে দেয় এবং হজ্জ পূর্বের সকল গুণাহ্ ধ্বংস করে দেয়। [সহীহ মুসলিম: ৩৩৬]
-45%
আমি তাওবা করতে চাই….কিন্তু
৳ 88
লেখক | মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ |
অনুবাদক | আবু আব্দুল্লাহ |
সম্পাদনায় | ইবনে আলতাফ |
প্রকাশনায় | আর-রিহাব পাবলিকেশন্স |
ধরণ | হার্ডকভার |
প্রকাশকাল | ২য় সংস্করণ ২০১৯ |
পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
* প্রকাশনীতে স্টক থাকা সাপেক্ষে ডেলিভারী করা হবে। বই স্টক আউট হলে অগ্রীম পেমেন্টের ক্ষেত্রে রিফান্ড করা হবে।