বই এর প্রথম পার্ট থেকে কিছু অংশঃ সামিনা ও বিলাল দুজন ভাই-বোন,যারা একে অপর কে খুব ভালবাসে। তাদের বাসায় আজ মেহমান এসেছেন যারা বাচ্চাদের শিখালেন যে কিভাবে প্রতিদিন দোয়া করতে হয়।তারাও প্রতিদিন দোয়া করবে বলে ঠিক করলো।সুন্দর ফুল, পাতা বা পাখি তাদের দোয়ার বিষয়বস্তু হয়ে যায়।
এই বইয়ের মাধ্যমে তোমরা প্রতিদিন একটি তরে দোয়ার ভ্রমনের রাজ্যে বিচরণ করতে পারবে।
প্রিয় বাবা-মা
দোয়া অর্থ হলো, ভাবা,কোন কিছু চাওয়া, মিনতি করা,মনে থেকে চাওয়া।এটা হচ্ছে আল্লাহ্পাক এর কাছে বান্দার মিনতি।এটা হচ্ছে নিজের ইচ্ছা -আকাঙ্খা কে আল্লাহর কাছে উপস্থাপন করে চেয়ে নেয়া।এক আল্লাহর নিকট হতে সকল কিছুর জন্য কল্যান কামনা করা যিনি কোন কিছু দিতে অক্ষম নেন।যিনি সকল অবস্থাই বোঝেন, যার কাছে চাইলে তিনি কখনো ফিরিয়ে দেন না।তাই আমাদের ছেলে মেয়েদের ও তার কাছে চাইতে শেখাতে হবে।জীবনের প্রত্যেকটি মুহূর্তে তার কাছে হাত পেতে কিভাবে চাইতে হয় করা শিখাতে হবে।
বাচ্চারা রাতে এই দোয়াটি করলোঃ হে আল্লাহ্!রাতের আঁধারে আমাদের কে তোমার নূরের আলোয় আলোকিত করে দাও এবং একটি শান্তিপূর্ণ দিন দাও আমিন।