একটি স্পষ্ট অলৌকিক!
কোরআন হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনাগুলির মধ্যে অন্যতম। এই বইটি তার কিছু দিককে প্রকাশ করেছে মাত্র। এই বিচারে এই বইটি কিছু স্পষ্ট অলৌকিককে ধারণ এবং প্রকাশ করেছে। যারা জীবদ্দশাতে অবিশ্বাস্য অলৌকিক দেখে যেতে চান, তাদেরকে এই বইটি পড়ার জন্য অনুরোধ করছি। বইটির শেষ অর্ধাংশ স্পষ্ট অলৌকিকের একটি জীবন্ত উদাহরণ। তার মূল্য এত যে প্রকৃত জ্ঞানী জীবনের অনেক কিছুর বিনিময়েই তা দেখতে ও জানতে আগ্রহী না হয়ে পারেন না। বইটির কিছু কিছু অংশ কিছু কিছু পাঠকের কাছে দুর্বৌধ্য মনে হতে পারে। তাতে ঘাবড়াবার কিছু নেই। সেই অংশটি বাদ দিয়েও বইটির মূল উপজীব্যকে অনুভব ও হৃদয়ঙ্গম করা যাবে। সুতরাং, পাঠকের উচিত হবে গোটা বইটিকে ধারাবাহিকভাবে প’ড়ে যাওয়া, তার কিছু অংশ বোধগম্য হোক চাই না হোক।
-লেখক