“…তাদের জন্য ইহকালে লাঞ্ছনা ভোগ ও পরকালে মহা শাস্তি রয়েছে।” (সূরাহ আল-বাকারাহ ২: ১১৪)
মুফাসসিরদের ইমাম, ইবনু জারির আত-তাবারি রহিমাহুল্লাহ বর্ণনা করেন, আস-সুদ্দী বলেন, “তাদের দুনিয়ার লাঞ্ছনা হচ্ছে আল-মাহদীর আবির্ভাব, কনস্টান্টিনোপল বিজয়, এবং তাদেরকে হত্যা করা। আর মহা শাস্তি হচ্ছে, জাহান্নামের শাস্তি। যার অধিবাসীদের আযাব লাঘব করা হবে না।”
আল-কুরতুবি রহিমাহুল্লাহ কাতাদাহ রহিমাহুল্লাহ এবং আস-সুদ্দী থেকে বর্ণনা করেন, “আত-তাযকিরাহ গ্রন্থে উল্লেখ করেছি—তাদের দুনিয়ার লাঞ্ছনা হচ্ছে আল-মাহদীর আবির্ভাব, কনস্টান্টিনোপল এবং রোমসহ তাদের সকল শহর বিজিত হওয়া।”